যে কার‌ণে বাতিল হতে পারে আমেরিকার ভিসা

Reasons why a us visa may be canceled

মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা ইস্যু হওয়ার পরও সেটির চূড়ান্ত যাচাই প্রক্রিয়া শেষ হয় না। কোনো আবেদনকারী ভিসা পাওয়ার পর আইন লঙ্ঘন করলে কিংবা ভিসার শর্ত ভেঙে অপব্যবহার করলে, প্রয়োজনে সেই ভিসা বাতিল করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (৭ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এমন সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, ভিসা ইস্যুর আগেই নয়, বরং পরেও আবেদনকারী যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত পর্যবেক্ষণে থাকেন।

বার্তায় আরও উল্লেখ করা হয়, প্রতিটি আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীর তথ্য সন্ত্রাসবিরোধী বিভিন্ন ডেটাবেসের সঙ্গেও মিলিয়ে দেখা হয়।

মার্কিন দূতাবাস জানায়, “ভিসা অনুমোদন মানেই এটি স্থায়ী নয়। যদি কেউ ভিসা ব্যবহারে অনিয়ম করেন বা যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করেন, তবে সেই ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

এই সতর্ক বার্তায় ভিসা আবেদনকারী ও প্রাপ্তদের সতর্ক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize