স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল আমেরিকা

America gives good news about student visas

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর—দেশটি আবারও ছাত্র ভিসার (F-1) আবেদন গ্রহণ শুরু করেছে। তবে ভিসা গ্রহণকারীদের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন। তিনি জানিয়েছেন, এই ভিসার অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। (সূত্র: এনডিটিভি)

মিগনন হিউস্টন বলেন, জাতীয় নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। কোনো শিক্ষার্থী যদি পড়াশোনার আড়ালে ভিন্ন উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, “ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নয়, এটি সদিচ্ছা, শৃঙ্খলা এবং দায়বদ্ধতার প্রতীক।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় বিদেশি শিক্ষার্থীরা যেন প্রকৃত উদ্দেশ্য নিয়ে আসে, সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষাজীবন শেষে নিজ দেশে ফিরে যায়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য—একটি নিরাপদ, স্থিতিশীল ও জ্ঞানে সমৃদ্ধ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।

এদিকে হিউস্টনের বক্তব্যে উঠে এসেছে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্কের দিকটিও। তিনি ভারতের ভূমিকাকে “ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি কেন্দ্রীয় স্তম্ভ” হিসেবে উল্লেখ করে বলেন, ভারত কেবল বাণিজ্যিক অংশীদার নয়, বরং কোয়াডসহ আঞ্চলিক স্থিতিশীলতায় একটি অপরিহার্য শক্তি।

মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্যচুক্তির পথে এগোচ্ছে। তার মতে, ভারতে মার্কিন কোম্পানির প্রবেশাধিকার বাড়লে দুই দেশের মধ্যে “কম ট্যারিফে ভারসাম্যপূর্ণ সম্পর্ক” গড়ে উঠবে। এই প্রেক্ষাপটে, এনডিটিভি বলছে, বিদেশি শিক্ষার্থী, কৌশলগত জোট এবং বাণিজ্য—সব মিলিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন বহুমাত্রিক এবং গতিময়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize