যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের বাজেট কমানো ও সংস্থাটি বিলুপ্তির পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে খ্যাতনামা চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণায়।
মঙ্গলবার (১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৫ সাল থেকে ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁটের উদ্যোগ নিচ্ছে। তাদের যুক্তি, এতে “অপ্রয়োজনীয় খরচ কমবে।” তবে এই পদক্ষেপ বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
গবেষণায় বলা হয়, ইউএসএইডের সহায়তায় গত দুই দশকে ৯ কোটিরও বেশি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। এর মধ্যে প্রায় ৩ কোটি শিশু রয়েছে। কিন্তু বাজেট কমানো ও সংস্থাটি ভেঙে দেওয়ার উদ্যোগ চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা হবে ৪৫ লাখের বেশি।
আরও পড়ুন
জাতিসংঘের তথ্যমতে, যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ মানবিক সহায়তা দাতা দেশ। বিশ্বব্যাপী মানবিক তহবিলের প্রায় ৩৮ শতাংশই তারা প্রদান করে থাকে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৬১ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য দিয়েছে, যার বড় অংশ ইউএসএইডের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
দ্য ল্যানসেটের গবেষকরা সতর্ক করে বলেন, “যদি এই বাজেট ছাঁটাই স্থায়ী হয় এবং পূর্বের সহায়তা ফিরিয়ে না আনা হয়, তবে মানবজাতিকে এক ভয়ঙ্কর স্বাস্থ্য-সংকটের মুখোমুখি হতে হবে।” মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে ইউএসএইডের অধিকাংশ কর্মসূচি স্থগিত করেছে এবং প্রায় ৮০ শতাংশ কার্যক্রম বন্ধ করে ফেলেছে বলেও জানানো হয়। অবশিষ্ট কার্যক্রমগুলো এখন কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে নতুনভাবে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।