যুক্তরাষ্ট্রে ইরানি সাইবার হামলার আশঙ্কা: হোমল্যান্ড সিকিউরিটির সতর্কবার্তা

Homeland security warns of iranian cyberattacks in the us

ইরানঘনিষ্ঠ হ্যাকার এবং প্রো-ইরানিয়ান হ্যাকটিভিস্টদের ক্রমবর্ধমান সাইবার হুমকি নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি – DHS)। রোববার (২২ জুন) ‘ন্যাশনাল টেরোরিজম অ্যাডভাইজরি সিস্টেম’ (NTAS) থেকে প্রকাশিত এক বুলেটিনে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বুলেটিনে জানানো হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বেড়েছে। এতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ও অবকাঠামোর ওপর ছোট পরিসরের সাইবার আক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, “যদি ইরানের শীর্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার জন্য ধর্মীয় ফতোয়া জারি করে, তবে এতে উগ্রপন্থী গোষ্ঠীগুলো অভ্যন্তরীণ সহিংসতায় উৎসাহিত হতে পারে।” এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও চাপে পড়তে পারে বলেও সতর্ক করে NTAS।

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অতীতে ইরান-সমর্থিত হ্যাকার দলগুলো যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, সরকার, প্রযুক্তি, প্রকৌশল এবং জ্বালানি খাতের দুর্বল নেটওয়ার্কে বারবার সাইবার হামলা চালিয়েছে। এসব হামলা প্রধানত ব্রুট ফোর্স, পাসওয়ার্ড স্প্রে এবং মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন ভাঙার (যেমন ‘পুশ বোমিং’) কৌশলের মাধ্যমে ঘটেছে।

২০২৩ সালের আগস্টে মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা CISA, FBI ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাইবার ক্রাইম সেন্টার (DC3) ‘Br0k3r’ নামের একটি ইরানভিত্তিক হুমকি গোষ্ঠীর ব্যাপারে সতর্কতা জারি করেছিল। এই গোষ্ঠী, যাকে Pioneer Kitten, Fox Kitten বা Lemon Sandstorm নামেও চিহ্নিত করা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এবং চুরি করা নেটওয়ার্ক অ্যাকসেস র‍্যানসমওয়্যার চক্রদের কাছে বিক্রি করে থাকে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের সাইবার হুমকি কেবল প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং ভবিষ্যতের যুদ্ধনীতির একটি কৌশলগত দিক হিসেবে গুরুত্ব পাচ্ছে। তাই জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট খাতগুলোর সাইবার সুরক্ষা আরও জোরদার করা এখন সময়ের দাবি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize