যুক্তরাষ্ট্রে বাড়িঘরের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২

Plane crashes into house in us, 2 dead

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৩টার দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেভ শাপিরোর নামও রয়েছে।

সান দিয়েগোর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ৫৫০ মডেলের, যা “সাইটেশন” নামেও পরিচিত। এটি সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয় এবং ছয় থেকে আটজন যাত্রী পরিবহনের ক্ষমতা রাখে। বিমানটি সান দিয়েগোর মন্টগোমারি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছাকাছি এসে বিধ্বস্ত হয়।

ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন, যাদের সবার অবস্থাই গুরুতর। দুর্ঘটনায় একটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, বিমানটি নিউইয়র্ক সিটির উপকণ্ঠের তেতারবো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। মাঝপথে এটি কানসাসের উইচিটা শহরে এক ঘণ্টার বিরতি দেয় এবং সেখান থেকে সান দিয়েগোর উদ্দেশে উড্ডয়ন করে। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সেটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB)। কুয়াশাচ্ছন্ন আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হলেও এখনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post