মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগো বিমানবন্দরে মঙ্গলবার (২০ মে) হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে হুমকির তথ্য পাওয়ার পরপরই বিমান থেকে সরিয়ে নেওয়া হয় সব যাত্রীকে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ফ্লাইটটি হনুলুলুর উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এ সময় বিমানে থাকা এক যাত্রী হঠাৎ করে দাবি করেন, ফ্লাইটে বোমা রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলটকে জানানো হলে তিনি বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।
ঘটনার পরপরই সান দিয়াগো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। বিমানটিতে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ, সোয়াট এবং এফবিআই’র একটি দল। তল্লাশির পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতেই জরুরি ভিত্তিতে ফ্লাইট স্থগিত করে সব আরোহীকে নামিয়ে নেওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ফ্লাইট বাতিল রাখা হবে বলে জানানো হয়েছে।
বোমা হুমকির ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।