প্রবাসীদের দুঃসংবাদ দিলো আমেরিকা

America gives bad news to expatriates

ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এই অপরাধে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।


সোমবার (১৯ মে) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কঠোর পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্র একটি সমন্বিত আন্তঃসংস্থাপন উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের আওতায় কেবল ব্যক্তি নয়, এমন বিদেশি সরকার বা সংস্থাও এর আওতায় পড়বে, যারা অবৈধ অভিবাসনে মদদ দেয় বা সহযোগিতা করে। মার্কিন প্রশাসন এসব কর্মকাণ্ডকে জাতীয় নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে ভিসার আবেদনকারীদের ব্যাপারে আরও কঠোর যাচাই-বাছাই করা হবে এবং যেকোনো ধরনের জালিয়াতি প্রমাণিত হলে তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, মার্কিন সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা, যারা ভুয়া নথি বা অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে থাকেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post