কারাগার থেকে পালাল ১০ বন্দি

10 prisoners escape from prison

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে একটি কারাগার থেকে একযোগে ১০ বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করতে সক্ষম হলেও বাকিদের খোঁজে অভিযান চলছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিরা তাদের সেলের টয়লেটের পেছনের একটি ছোট ছিদ্র দিয়ে বেরিয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়। এ সময় দায়িত্বে থাকা একমাত্র প্রহরী খাবার আনতে বাইরে গেলে ওই সুযোগে বন্দিরা পালিয়ে যায়।

স্থানীয় শেরিফের বরাতে জানা যায়, পলাতক বন্দিদের মধ্যে কেউ কেউ গুরুতর অপরাধ, এমনকি হত্যামামলারও আসামি। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরে থাকা কোনো ব্যক্তি এই পালাতে সহায়তা করেছে। ঘটনার পর এখনো সাতজন পলাতক রয়েছে, যাদের ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

D03468d60f26b6d8a2445e50b17ff9ee
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালানো খুনের আসামিসহ ১০ বন্দি: ছবি: সংগৃহীত

কারা কর্তৃপক্ষ প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছে। কেউ কমলা কারা পোশাকে, কেউবা সাদা পোশাকে সড়ক পার হয়ে আবাসিক এলাকায় প্রবেশ করছে। নিরাপত্তা বেড়া টপকাতে তারা কম্বল ব্যবহার করেছে।

এপি জানিয়েছে, পালানোর পথ হিসেবে ব্যবহার করা ছিদ্রটির ওপরে একটি দেয়ালে লেখা ছিল, ‘Too easy, lol’—যা ঘটনার পরিকল্পনার নিখুঁত প্রস্তুতির ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরেই কারাগারের দুর্বল অবকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অবাক করার মতো বিষয় হলো, বন্দিদের অনুপস্থিতি সাত ঘণ্টারও বেশি সময় কর্তৃপক্ষের নজরে আসেনি। তদন্তে উঠে এসেছে, ওই পডে (আবাসিক ইউনিট) কোনো পুলিশ কর্মকর্তা না থাকায় নিরাপত্তা তদারকি ছিল বেসামরিক একজন টেকনিশিয়ানের ওপর। তিনি খাবার আনতে বাইরে গেলে বন্দিরা পালিয়ে যায়। এখন এ ঘটনার পেছনে থাকা দুর্বলতা খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত শুরু করেছে প্রশাসন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post