যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জের ভাস্কর্য চুরি হয়ে গেছে। ভাস্কর্যটি মেলানিয়ার জন্মস্থান স্লোভেনিয়ার সেভনিকা শহরে স্থাপন করা হয়েছিল। বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ভাস্কর্যটি গোড়ালি থেকে কেটে নিয়ে গেছে। স্থানীয় পুলিশ মুখপাত্র এলেঙ্কা ড্রেনিক রাঙ্গুস জানান, তারা এখনো চুরির ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০২০ সালে প্রথমে একই স্থানে একটি কাঠের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল, যা আগুনে পুড়ে যাওয়ার পর ব্রোঞ্জের ভাস্কর্যটি স্থাপন করা হয়। ভাস্কর ব্র্যাড ডাউনি তার নিজ উদ্যোগে এই ব্রোঞ্জের ভাস্কর্যটি তৈরি করেছিলেন। মেলানিয়া ট্রাম্পের স্বামী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন অনেকেই আশা করেছিলেন, তিনি তার স্ত্রীর জন্মভূমি সেভনিকা সফর করবেন। তবে, তিনি কখনোই সেখানে যাননি।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই চুরির ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ মনে করছেন, এটি উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়েছে, আবার কারো ধারণা চোরেরা এটি গলিয়ে কেজি দরে বিক্রি করে দিয়েছে। ব্রোঞ্জের ভাস্কর্যটির শিল্পী ব্র্যাড ডাউনি এই চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিউইয়র্ক পোস্টকে জানান, ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার ঘটনা ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন, যদিও তিনি নিশ্চিত নন।
আরও পড়ুন
স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা থেকে প্রায় ৬০ মাইল পূর্বে অবস্থিত সেভনিকা শহরে মেলানিয়ার জন্ম। স্থানীয়ভাবে তার নামে কেক, চকোলেটসহ বিভিন্ন পণ্যের নামকরণ করা হয়েছে, যা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় বিষয়।