যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন হাসিনাপুত্র জয়

Hasina's son joy takes us citizenship

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখন মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব লাভ করেছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রেরও নাগরিক হলেন।

0abebb22 715e 42c5 ab23 855fd65ac1c9

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্বের জন্য শপথ গ্রহণ করেন এবং পরবর্তীতে তার নাগরিকত্ব সার্টিফিকেট সংগ্রহ করেন। সার্টিফিকেট পাওয়ার পরই তিনি মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।

ওই নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট বাইশ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি, এবং সজীব ওয়াজেদ জয় ছিলেন তাদের একজন। বাংলাদেশের নাম উচ্চারিত হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন।

যদিও এর আগে গত ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করেছিলেন যে তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। সেই সময় তিনি আরও উল্লেখ করেছিলেন যে যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার প্রধান পরিচয়। তবে, ওয়াশিংটন ডিসির অনুষ্ঠানে তার মার্কিন নাগরিকত্বের শপথ গ্রহণ এবং সার্টিফিকেট প্রাপ্তির মাধ্যমে তার পূর্বের বক্তব্য ভিন্ন বাস্তবতা প্রমাণ করে। শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post