অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে তাদের ভ্রমণ খরচ বহন করাসহ এক হাজার মার্কিন ডলার দেবে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার এই ঘোষণা দিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।
স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে জানান, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়াই গ্রেপ্তার এড়িয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার সবচেয়ে নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী উপায়।
স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর (ডিএইচএস) জানিয়েছে, ‘সিবিপি হোম অ্যাপ’-এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের আর্থিক সহায়তা ও ভাতা দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিবাসীকে এক হাজার ডলারের ভাতা প্রদান করা হবে।