মাঝ-আকাশে ফ্লাইটে নিজ আসনেই মলত্যাগ করলেন নারী যাত্রী!

Southwest airlines

আমেরিকার ফিলাডেলফিয়া থেকে শিকাগোর উদ্দেশে যাত্রা করা সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার এক নারী যাত্রী চলন্ত ফ্লাইটে হঠাৎই তার পরিহিত জামাকাপড় খুলে ফেলেন। তার এই কাণ্ডে হতবাক হয়ে যান বিমানের অন্যান্য যাত্রীরা। এখানেই শেষ নয়, এরপর ওই নারী নিজের আসনে বসেই মলত্যাগ করেন।

ওই নারী যাত্রীর এমন আচরণে বিমান কর্তৃপক্ষ চরম অস্বস্তিতে পড়ে। বিমানটি শিকাগোর মিডওয়ে বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই যাত্রীদের দ্রুত বিমান থেকে নামানো হয়। এরপর বিমানটিকে বিমানবন্দরের অন্য একটি স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পরিষ্কার না করা পর্যন্ত পরবর্তী গন্তব্যে পাঠানো হবে না। এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে। তবে ওই নারী যাত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বিমানটি শিকাগোয় অবতরণের পর পরই বিমানবন্দরে পৌঁছায় পুলিশ এবং মেডিক্যাল টিমের সদস্যরা। সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সংস্থার কয়েকজন প্রতিনিধি বিমানে উঠে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে বিবৃতিতে বিমানকর্মীদের আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশংসা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত মাসে এই একই বিমান সংস্থার অন্য একটি ফ্লাইটে এক যাত্রী আকস্মিকভাবে নিজের পোশাক খুলে ফেলেছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize