যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের আকাশসীমায় যাওয়া বিমানকে আটকে দিল মার্কিন যুদ্ধবিমান। রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে নিষিদ্ধ আকাশসীমায় উড়ন্ত এ বেসামরিক বিমানকে প্রতিহত করা হয়।
দ্বিতীয় দফায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ নিয়ে ২০টির বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটল। খবর সিবিএস নিউজের।
নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের বাসভবনের আকাশসীমায় যাওয়া বেসামরিক বিমানচালকের মনোযোগ আকর্ষণ করতে এফ-১৬ বিমান থেকে আগুনের হলকা নিক্ষেপ করা হয়। পরে বিমানটি তাড়া করে ট্রাম্পের বাস ভবনের আকাশসীমা থেকে সরানো হয়। এ সময় পুরো ঘটনা কঠোর নজরদারিতে রাখে বিমানবাহিনী।
আরও পড়ুন
ট্রাম্প তার ওয়েস্ট পাম বিচ গলফ কোর্সে এক দফা গলফ খেলা শেষ করার পর আকস্মিক এই ঘটনা ঘটে।
ফেডারেল কর্মকর্তারা ট্রাম্পের ক্লাবের আশপাশে বিমান চলাচলে স্থায়ীভাবে বিধিনিষেধ জারি করে, যা ক্লাবটির ৩০ নটিক্যাল মাইল ব্যসার্ধ জুড়ে বিস্তৃত। কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ফ্লোরিডার আকাশসীমায় বিমানের অনধিকার প্রবেশের ফলে যুদ্ধবিমান তড়িঘড়ি প্রতিহত করতে বাধ্য হয়, তবে এতে ট্রাম্পের কর্মসূচি বদলায়নি বা তার নিরাপত্তার ওপর প্রভাব পড়েনি।
নিয়ম লঙ্ঘন ও বিমান প্রতিহত করার ঘটনা প্রায়শই ঘটে, তবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে বারবার অনুপ্রবেশ নিয়ে এনওআরএডি সতর্কতা জারি করেছে। তারা বলছে, ২০টির বেশি ঘটনা তারা মোকাবিলা করেছে এবং বিধিনিষেধ না মানার জন্য বেসামরিক বিমানচালকদের দায়ী করা হয়েছে।