এবার হেলিকপ্টার-বিমান সংঘর্ষ, যাত্রীরা সবাই নিহত 

এবার হেলিকপ্টার বিমান সংঘর্ষ, যাত্রীরা সবাই নিহত 

ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বিমান পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা ৬৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পিএসএ এয়ারলাইনসের বিমানটিতে চারজন ক্রুসহ মোট ৬৪ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, মার্কিন সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ছিলেন তিনজন মার্কিন সেনাসদস্য।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা।

 

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে স্থানীয় পোটোম্যাক নদীতে পড়ে। সেখানে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে, দুর্ঘটনার কারণে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize