যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা, নিহত বেড়ে ১৫

যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা, নিহত বেড়ে ১৫

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ইংরেজি নববর্ষ উদযাপনকালে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় একটি পিকআপ ট্রাক দ্রুতগতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

হামলার পর সন্দেহভাজন হিসেবে শামসুদ-দিন জব্বার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক থেকে নেমে ওই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এফবিআই জানায়, পিকআপ ট্রাকের ভেতর থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে।

তদন্তকারীরা মনে করছেন, এই হামলার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে। কারণ, ঘটনাস্থলের আশপাশে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। এছাড়া লাস ভেগাসে ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবারট্রাকের বিস্ফোরণের সাথে এই হামলার কোনো যোগসূত্র আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই ভয়াবহ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, “এটি নিছক দুর্ঘটনা নয়; হামলাকারী ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করেছে। এফবিআই পুরো ঘটনার তদন্ত করছে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”

যুক্তরাষ্ট্রে এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবার...

দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে উদযাপনের মাঝেই হঠাৎ একটি ট্রাক প্রচণ্ড গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর চালক নেমে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পাল্টা গুলি চালাতে হয়।

এই হামলা যুক্তরাষ্ট্রজুড়ে নববর্ষ উদযাপনে ছায়া ফেলেছে। ঘটনাটি কেন সংঘটিত হলো, কারা এর পেছনে আছে, এবং আর কোনো সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে কিনা তা নিয়ে গভীর তদন্ত চলছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize