মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের যে বিধান ছিল, তা বাতিল করার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই এই আইন বাতিল করবেন। একই সঙ্গে ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের জন্য ক্ষমা প্রদানেরও ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প এ ঘোষণা দেন এনবিসি চ্যানেলের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, “এই মানুষগুলো নরকযন্ত্রণা ভোগ করছে,” উল্লেখ করে দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হয়ে থাকে। তবে ট্রাম্প বলেন, তিনি এ নিয়মটি পরিবর্তন করতে চান। তাঁর মতে, এটি “পরিবর্তন করা উচিত।”
আরও পড়ুন
এছাড়া, ট্রাম্প উল্লেখ করেছেন যে, অভিবাসন নীতি, অর্থনীতি ও জ্বালানি নিয়ে নির্বাহী আদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ারও পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপটি সংবিধানবিরোধী হতে পারে এবং এটি কার্যকর হলে তা গুরুতর সাংবিধানিক সমস্যার সৃষ্টি করবে। তবে, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে একত্রে কিছু অভিবাসী শিশুদের সহায়তার বিষয়েও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখযোগ্য যে, মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া সন্তানের মাধ্যমে অভিবাসী বাবা-মায়েরা সহজেই নাগরিকত্ব পেয়ে থাকেন এবং এর ফলে তাদের বৈধভাবে বসবাসের অনুমতি পেয়ে থাকে। ট্রাম্পের এই নতুন নির্দেশনা এ ধরনের অভিবাসীদের জন্য বড় ধরনের পরিবর্তন হয়ে দাঁড়াবে।