জেল থেকেই আন্দোলনের ডাক ইমরানের, উত্তাল পাকিস্তান

জেল থেকেই আন্দোলনের ডাক ইমরানের, উত্তাল পাকিস্তান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন।

তিনি ঘোষণা করেছেন, আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং তার দল এই আন্দোলন অব্যাহত রাখবে, যতক্ষণ না তাদের দাবী পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়।

বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী সাংবাদিকদের বলেন, পিটিআই’র প্রতিষ্ঠাতা ইসলামাবাদ অভিমুখে ২৪ নভেম্বরের এই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছেন।

জেল থেকেই আন্দোলনের ডাক ইমরানের, উত্তাল পাকিস্তান

ফয়সাল চৌধুরী আরও জানান, এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ, কিন্তু পাকিস্তান ও বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোতেও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এটি আমাদের চূড়ান্ত প্রতিবাদ—আমাদের প্রধান দাবি হলো ২৬তম সংশোধনী বাতিল, আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া এবং বিনা বিচারে গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়া।”

ইমরান খানের বোন আলিমা খানও বলেন, পিটিআই’র প্রতিষ্ঠাতা চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন এবং দলের সকল কর্মীকে দেশে-বিদেশে এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize