সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ করলেন বাংলাদেশিরা

সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ করলেন বাংলাদেশিরা

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি পর্যবেক্ষণ করেছেন।

আজ বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার জীবন্ত উদাহরণ স্বরূপ এই নির্বাচনকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছেন।

অনুষ্ঠানে একটি প্রতীকী নির্বাচনও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের পছন্দের আমেরিকান মিষ্টান্নের পক্ষে ভোট দেন। এছাড়া, দুটি প্যানেল আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তাৎপর্য এবং গণতন্ত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তীকালীন সার্জে দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন বলেন, “যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ। বাংলাদেশের তরুণদের এই অভিজ্ঞতায় সম্পৃক্ত করে আমরা গণতন্ত্রের গুরুত্ব সম্পর্কে আরও ভালো বোঝার সুযোগ করে দিতে চাই।

আমরা আশা করি এই আয়োজন ভবিষ্যতের নেতা-নেত্রীদের অনুপ্রাণিত করবে, যেন তারা তাদের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের কণ্ঠস্বরের মূল্যায়ন করে।”

এই নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র দূতাবাসের আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক জোরদার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রসারের প্রচেষ্টার একটি অংশ।

 

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize