আগ্রায় ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত

আগ্রায় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের উত্তরপ্রদেশের আগ্রার কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল।

কর্মকর্তারা আরও বলেন, বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনার তদন্তের জন্য আদালতের নির্দেশ দেয়া হবে।

দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমান বাহিনী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize