ভিসা ছাড়াই প্রবেশে সুখবর দিলো কানাডার সরকার

ভিসা ছাড়াই প্রবেশে সুখবর দিলো কানাডার সরকার

ভিসা ছাড়াই কানাডায় প্রবেশের ক্ষেত্রে নতুন ঘোষণা দিয়েছেন কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী সিন ফ্রেজার। মঙ্গলবার (৬ জুন) মেনিটোবা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন ফ্রেজার জানান, এখন থেকে ভিসা ছাড়া ‘বিমানযোগে’ কানাডায় আরও ১৩ দেশের নাগরিকরা আসতে পারবেন। আগে প্রায় ৫০টি দেশের নাগরিকরা এ সুবিধা পেতেন। এ তালিকায় নতুন করে যুক্ত হলো ১৩টি দেশ।

কানাডায় প্রবেশের ক্ষেত্রে যে টেম্পরারি রেসিডেন্স অথবা ভিজিট ভিসা প্রয়োজন— এই ১৩টি দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে সেটি লাগবে না। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

দেশগুলো হলো— ফিলিপাইন * মরক্কো * পানামা * এন্টিগা অ্যান্ড বারবুডা * সেন্ট কিটস অ্যান্ড নেভিস * সেন্ট লুসিয়া * সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস * ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো * আর্জেন্টিনা * কোস্টারিকা * উরুগুয়ে * সেশেলস * থাইল্যান্ড

ভিসা ছাড়া প্রবেশের শর্ত : যে ১৩টি দেশের কথা বলা হয়েছে, এ দেশগুলোর সব নাগরিক ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুবিধা পাবেন না। শুধুমাত্র যারা গত ১০ বছরে অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে তারাই সুবিধাটি ভোগ করতে পারবেন।

মন্ত্রী সিন ফ্রেজার জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া সহজলভ্য ও দ্রুত করতে দেশগুলোর নাগরিকদের এ সুবিধা দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্রাজিলেও এ ধরনের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যেটির ফলাফল ইতিবাচক ছিল।

কানাডায় বর্তমানে ৫০টিরও বেশি দেশের মানুষ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান। তাদের বিমানযোগে কানাডায় আসতে হয়। তবে দেশটিতে প্রবেশের আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হয়। এই ইটিএ নিয়ে যারা কানাডায় আসেন তারা দেশটিতে ছয় মাসেরও বেশি সময় অবস্থান করতে পারেন। তবে ইটিএ দিয়ে কানাডায় কেউ কোনো কাজ করতে পারেন না। শুধুমাত্র ঘোরাঘুরির ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=2ZnCtJjkbkg

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize