নোট বাতিল করেছে ওমান: ওমানে বাতিল হওয়া ব্যাংক নোট জমা দেওয়ার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এসময়ের পর বাতিল নোটগুলো আর জমা নেওয়া হবেনা। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জমা বা অন্য নোটের সঙ্গে বিনিময় করে নিতে হবে।
এজন্য চলতি বছরের জানুয়ারি থেকে হিসেব ধরে পরবর্তী ৩৬০ দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়।
ওমানে ২০২০ সাল থেকে ষষ্ঠ অনুমোদনের নোটগুলোই মুদ্রার সর্বশেষ সংস্করণ। এর আগের নোট অর্থ্যাৎ ১৯৯৫ সালের পঞ্চম ইস্যু, ২০০০ সালের আপগ্রেডেড ইস্যু, ২০০৫ সালের ১ রিয়ালের স্মারক নোট, ২০১০ সালের ২০ রিয়ালের স্মারক নোট, ২০১১ ও ১২ সালের আপগ্রেডেড ইস্যু এবং ২০১৯ সালের ১ রিয়ালের স্মারক নোট ও ৫০ রিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট এই নির্দেশনার আওতায় পড়বে।
আরও পড়ুন
ওমানের সবগুলো ব্যাংককেই এই নোটগুলো জমা নেওয়ার আদেশ দেওয়া রয়েছে। পাশাপাশি ওমানের কেন্দ্রীয় ব্যাংকের রুই, সোহার এবং সালালার শাখাতেও ব্যাংকনোটগুলো জমা দেওয়া যাবে।
https://youtu.be/LAh8VLyU52w