আমেরিকায় পোশাক রপ্তানিতে পেছাল বাংলাদেশ

আমেরিকায় পোশাক রপ্তানিতে পেছাল বাংলাদেশ

আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম আট মাসে দেশটির বাজারে মোট ৪৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১৬ শতাংশ কম।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্যই উঠে এসেছে।

বাজারটিতে বাংলাদেশসহ শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশেরই রপ্তানি কমেছে। তবে অন্যদের তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক বেশি কমেছে।

অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে, দেশটির ব্যবসায়ীরা এসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ৫ হাজার ১৩০ কোটি ডলারের পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ১১ শতাংশ কম। তৈরি পোশাকে আমেরিকায় বাংলাদেশের বাজার হিস্যা এখন ৯ শতাংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize