সৌদি-ওমানসহ ৬ দেশকে ইরানের হুঁশিয়ারি

সৌদি ওমানসহ ৬ দেশকে ইরানের হুঁশিয়ারি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওমান-সৌদি-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হুঁশিয়ারি। উপসাগরীয় এই দেশগুলোয় ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা রয়েছে। ছয় দেশ হলো – সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই ছয়টি দেশ যদি তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় তার জবাব দেবে তেহরান।

দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, এটি স্পষ্ট করে বলা হয়েছে -তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোনো দেশের যেকোনো পদক্ষেপ, তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হোক তা অগ্রহণযোগ্য। তেহরান এটি পুরো গোষ্ঠীর নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।

কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সেনা উপস্থিতির পাশাপাশি বেশ কিছু ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান যুদ্ধের সময় ওমান ছিলো মার্কিন বিমান বাহিনীর অন্যতম আস্থা। দেশটির থামরাইত, মাসিরাহ, দুখুম পোর্ট, মাস্কাট, মুসান্নাহ এবং সালালায় নানা যুদ্ধ সরঞ্জাম জমা করে রেখেছে মার্কিনরা।

২০২৩ সালের অক্সিওসের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের ১১ দেশে প্রায় ৪৫ হাজার ৪০০ মার্কিন সেনা রয়েছে। সবচেয়ে বেশি প্রায় ১৩ হাজার ৫০০ সেনা রয়েছে কুয়েতে। ১৯৯১ সাল থেকেই হাজার হাজার মার্কিন সেনা দেশটিতে অবস্থান করছে। মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের শক্তিধর দেশগুলোতেও মার্কিন ঘাঁটি রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize