ওমান প্রবাসীদের জন্য নতুন বিজ্ঞপ্তি

Embassy in Muscat
ওমান প্রবাসীদের জন্য নতুন বিজ্ঞপ্তি দিল দূতাবাস

বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন বন্ধ থাকছে ওমানের বাংলাদেশ দূতাবাস। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির জন্য রোববার পর্যন্ত দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান থোয়িং-এ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এর আগে সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার পূজার ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

এদিকে সালালায় কনস্যুলার সেবা নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে দূতাবাস। অঞ্চলটিতে বসবাসরত প্রবাসীদের জন্য ১০ থেকে ১৩ অক্টোবর পূর্বনির্ধারিত স্থানের পরিবর্তে ধোফার হোটেলে অবস্থান করবে দূতাবাসের টিম।

এরমধ্যে প্রথম ২ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এবং তৃতীয় দিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ করা সময়ে সংশ্লিষ্ট এলাকার প্রবাসীদের প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে সেবা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize