ওমানে মৃত্যুদণ্ডের মুখে ভাইকে খুন করা বাংলাদেশি
ওমানে বড় ভাইয়ের গলা কেটে হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন দিপু রাম দাশ নামে এক প্রবাসী বাংলাদেশি। এরইমধ্যে তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার সুরের একটি আদালতে এই মামলার শুনানি হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন মাস্কাট দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম। প্রবাস টাইমকে তিনি জানান, অভিযুক্ত দিপুর সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এই সাজা কিছুটা কমিয়ে আনা সম্ভব। তবে এক্ষেত্রে একমাত্র উপায়- দুই পরিবারের মধ্যে সমঝোতা বা মীমাংসা।
তবে ক্ষমার প্রস্তাবে ঘোর আপত্তি জানিয়ে নিহত অর্জুন দাশের স্ত্রী প্রবাস টাইমকে বলেন, ক্ষমা তো নয়ই বরং মৃত্যদণ্ডের পর তার মরদেহও যেন দেশের মাটিতে না আসে সেরকম ব্যবস্থা চান তিনি।
আরও পড়ুন
এর আগে গত ১৭ জুন মধ্যরাতে জালান বোয়ালিতে সৎ ভাই অর্জুন দাশকে গলাকেটে হত্যা করেন দিপু রাম দাশ। তারা একসাথে ওমান সাগরে মাছ শিকারের কাজ করতেন এবং ঘটনার সময় ছুটিতে ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনাটি স্বচক্ষে দেখেছেন বেশ কয়েকজন প্রবাসী। নভেম্বরের ৫ তারিখে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।