সামরিক পোশাকে ওমানের সুলতান

সামরিক পোশাকে ওমানের সুলতান

দীর্ঘসময় পর ওমানের সুলতান ও সুপ্রিম কমান্ডার হাইথাম বিন তারিককে আবারও সামরিক পোশাকে দেখা গেছে।

দেশটির রয়্যাল আর্মির ধোফারের সার্ফাইত সামরিক ইউনিট পরিদর্শনের সময় তাকে সেনাবাহিনীর পোশাকে বেশ উজ্জীবিত দেখা যায়।

তিনি সেনাবাহিনীর বিভিন্ন সমর কৌশল ও কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সুলতানকে বিভিন্ন সমরাস্ত্রের পরিচিতিও ব্রিফ করা হয়।

সামরিক পোশাকে ওমানের সুলতান

এদিন সারফাইত ক্যাম্পে পৌঁছালে রয়্যাল আর্মির কমান্ডার মেজর জেনারেল সালিম আল বালুশি, ১১ পদাতিক ব্রিগেড ও উত্তরাঞ্চলীয় রেজিমেন্টের কমান্ডার সুলতানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে সুলতান হাইথাম সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কথা অত্যন্ত মনযোগ দিয়ে শোনেন। সবমিলিয়ে এই সামরিক সফরে ওমানের বাসিন্দারা সুলতানকে এক ভিন্ন রূপে দেখার সুযোগ পেলেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize