ওমানের অবৈধ প্রবাসীদের কড়া হুঁশিয়ারি

ভিসা নীতি শিথিল করলো ওমান

সবধরণের অনুপ্রবেশকে ওমানের জন্য ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবৈধ প্রবাসী এবং তাদের নিয়োগকর্তাদের হুঁশিয়ারি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সংস্থাটির রিলেশন্স এন্ড সিকিউরিটি ইনফরমেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন সাইদ সালিম আল মাহরাজি জানান, অবৈধ প্রবাসীদের তথ্যাদি ডেটাবেজে সংরক্ষিত না থাকায় তারা অপরাধ করেও পার পেয়ে যান।

তাছাড়া এসব অনুপ্রবেশকারিরাই মাদক বিস্তারের পেছনে কাজ করে।

ওমান পুলিশের সাপ্তাহিক পডকাস্টে এই কর্মকর্তা বলছিলেন, যারা এখনো নিয়ম বহির্ভুতভাবে ওমানে অবস্থান করছেন আবাসন আইন অনুযায়ী, ধরা পড়লে তাদের একমাস থেকে তিন বছর পর্যন্ত জেল এবং ১০০ থেকে ৫০০ ওমানি রিয়াল জরিমানা হতে পারে।

ক্যাপ্টেন সাইদ সালির মতে, অবৈধ প্রবাসীদের যারা কাজে নিয়োগ দিচ্ছেন তারাও রেহাই পাবেন না। এক্ষেত্রে শাস্তি হতে পারে একমাস পর্যন্ত জেল এবং ১ থেকে ২ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা। সাথে শ্রম আইনের অন্যান্য শাস্তিও আরোপ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize