সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

Cumilla 20240919215256

কুমিল্লা সীমান্ত এলাকায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আল আমিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার শাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আল আমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজ্বলা জেলার সোনামুড়া শাহপুর এলাকার মনজিল হোসেনের ছেলে।

সন্ধ্যায় বিজিবি কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে সীমান্তের কুমিল্লার শাহপুর এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১০ বিজিবির একটি টহল দল। এ সময় সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুর নামক স্থান থেকে আল আমিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ভারতীয় নাগরিক আল আমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাকে আদালতে তুললে আদালত কারাগারে প্রেরণ করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post