জম্মুতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি বাহিনী বিনা উসকানিতে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবারের (১১ সেপ্টেম্বর) এ ঘটনায় বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা পিটিআইর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা এলওসির ওপার থেকে বিনা উসকানিতে গুলি চালিয়ে পাকিস্তানি রেঞ্জারদের ‘উপযুক্ত জবাব (পাল্টা হামলা) দিয়েছে। তবে অপরপক্ষে (পাকিস্তানে) তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিএসএফের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, ‘রাত ২টা ৩৫ মিনিটের দিকে সীমান্তের ওপার থেকে আখনুর এলাকায় বিনা উসকানিতে গুলি চালানোর একটি ঘটনা ঘটে। বিএসএফ এর যথাযথ জবাব দিয়েছে। পাকিস্তানি বাহিনীর গুলিতে একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন।
আরও পড়ুন: ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি, কী লিখলেন ভারতের ব্যবসায়ীরা?
তিনি আরও জানান, পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর আন্তর্জাতিক সীমান্ত এবং এলওসি বরাবর ভারতীয় সেনাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর, ২০২১ সাল থেকে এই চুক্তি লঙ্ঘনের তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে বছর রামগড় সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক বিএসএফ কর্মী নিহত হন, যা ছিল তিন বছরেরও বেশি সময়ের মধ্যে ভারতের দিক থেকে প্রথম হতাহতের ঘটনা।
আরও পড়ুন: গণবিক্ষোভে ‘বিব্রত’ বিজেপি, রক্তাক্ত মণিপুরে কারফিউ জারি
জম্মু ও কাশ্মীর ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো যখন বিধানসভা নির্বাচনে ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নতুন করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটল।