কোটা আন্দোলনের সময় ওমানে গ্রেফতার বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্ট এ নির্দেশনা দেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সালালাসহ ওমানের বিভিন্ন স্থানে আন্দোলন করতে গিয়ে প্রবাসীরা গ্রেফতার হন।
এর মধ্যে অনেকের সাজাও হয়েছে। তাদের সবার মুক্তির ব্যবস্থা করে সেখানে কাজের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।
আরও পড়ুন
এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী এই আইনজীবীর প্রতিবেশী। গত ৩০ জুলাই সালালাতে আন্দোলন করে গ্রেপ্তার হন তিনি।
এই আইনজীবী জানিয়েছেন, মামুনসহ কয়েকজন প্রবাসী এখনো জেলে আছে, যেকোনো মুহূর্তে তাদের সাজা দেয়া হবে। এর আগেই তাদের মুক্ত করার আহ্বান জানান তিনি।