দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পতন ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বাংলাদেশকে ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাশাপাশি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন মন্তব্যের পর গত ৬ আগস্ট থেকে বাংলাদেশের জল সীমায় কিছু সংখ্যক ভারতীয় নৌবাহিনীর জাহাজের অবস্থান দেখা গেছে।
বাংলাদেশের জল সীমায় অবস্থান করা জাহাজগুলো বেশীরভাগই ভারতের নিয়মিত টহল জাহাজের অর্ন্তভুক্ত। যদিও জাহাজগুলো বাংলাদেশের জলসীমা অতিক্রম করেনি, তবে তাদের এমন আচরণ স্বাভাবিক চোখে দেখছে না বাংলাদেশ।
আরও পড়ুন
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীও সারাক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যদিও ভারতের গণমাধ্যমে এ ধরণের দাবিকে অস্বীকার করা হয়েছে।
এদিকে ভারত জানায়, জাহাজগুলো ভারতের নয় বরং চীনের টহল জাহাজ। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী নেভিগেশন মানচিত্র থেকে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করে নিশ্চিত হয়েছে জাহাজগুলো ভারতের।