প্রবাসীদের ছাঁটাই করতে চায় ওমান

ওমানে কমছে প্রবাসী

শ্রম বাজার নিয়ন্ত্রণ ও নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগ হুমকির মুখে পড়বে।

নির্দেশনা অনুযায়ী, সরকারের ওমানিকরণ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে এমন বেসরকারি খাতের কোম্পানির সাথে কাজ করা থেকে সবাই বিরত থাকবে।

পাশাপাশি ওমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় ৩০টিরও বেশি নতুন পেশা যুক্ত করেছে। এসব পেশায় বিদেশি প্রবাসী কর্মীরা কাজ করতে পারবেন না।

এছাড়া দেশের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে উপযুক্ত বলে মনে করা পদে কমপক্ষে একজন ওমানি নাগরিককে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হবে।

এমনকি এই ওমানিকরণ কোটা মানা হচ্ছে কিনা যাচাই-বাছাই করে শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকট্রনিক প্রশংসাপত্র নিতে হবে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতে ওমানিকরণ প্রকল্পকে জোরদার করার লক্ষ্যে একটি আর্থিক প্যাকেজও অনুমোদন করেছে।

প্রণোদনা ব্যবস্থা হিসাবে ওয়ার্ক পারমিট ফিতেও সামঞ্জস্য আনার পরিকল্পনা নিয়েছে দেশটির এই মন্ত্রণালয়। এতে ওমানিকরণ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর খরচ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize