মহান রাব্বুল আলামি আল্লাহ তায়ালা এই দুনিয়াতে যত রোগ দিয়েছেন; তার চেয়ে রোগ নিরাময়ের ওষুধ দিয়েছেন বেশি।
রোগ নিরাময়ের তেমনি এক দোয়া আছে যা পড়লে ৯৯ রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
দোয়াটি হচ্ছে, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
অর্থ: ‘আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই’। (তিরমিজি, হাদিস: ৩৫৮১)
আরও পড়ুন
অর্থ: ‘লাহাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’
ফজিলত: পবিত্র হাদিস শরিফে উল্লেখ্য আছে, উল্লিখিত দোয়াটি ৯৯ রোগের মহৌষধ। তবে সর্বনিম্ন রোগ হলো দুশ্চিন্তা।