কুয়েত ফিলিপিনো নিয়োগকর্তা এবং কর্মীদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সোমবার (২৪ জুন) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য জানানো হয়েছে।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে আরব আমিরাতভিত্তিক গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের নিয়োগকর্তা এবং কর্মীদের ওপর মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল। এটি মূলত ফিলিপিনো নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার নিয়ে বিতর্কের জেরে করা হয়েছিল।
অবশেষে এক বছরের বেশি সময় পর কুয়েত ও ফিলিপিনো কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর পুনরায় ফিলিপাইন থেকে গৃহকর্মী নিয়োগের কাজ শুরু করার বিষয়ে উভয় দেশ একটি চুক্তিতে পৌঁছেছে।
আরও পড়ুন
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুয়েত-ফিলিপাইন গৃহকর্মীদের কল্যাণবিষয়ক একটি যৌথ কমিটি গঠন করা হবে। এ কমিটিটি যেকোনো সংকট মোকাবিলায় নিয়মিত কাজ করবে।’
২০২৩ সালের জানুয়ারিতে এক ফিলিপিনো গৃহকর্মী জুলেবি রানারার মৃতদেহ কুয়েত থেকে উদ্ধার করা হয়। এর জের ধরে ওই বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দেশটিতে গৃহকর্মী পাঠানো বন্ধের ঘোষণা দেয় ফিলিপাইন। দেশটির এমন সিদ্ধান্তের জন্য দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে এবং ভিসা স্থগিতাদেশ দেয় কুয়েত।