স্পেনে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন প্রকাশ ছানা নামে এক প্রবাসী বাংলাদেশি।
তাঁর কাছে পাসপোর্ট নবায়নে ফিঙ্গার নেওয়ার জন্য ১৩ হাজার ৫০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ ২৪ হাজার টাকা ঘুষ দাবি করেন দূতাবাসের এক কাউন্সিলর।
ওই কর্মকর্তার চাহিদা অনুযায়ী ইউরো না দিতে পারায় এখন পর্যন্ত পাসপোর্ট নবায়ন করা হয়নি বলে অভিযোগ ওই প্রবাসীর। এমনকি তাঁকে জাপানি নাগরিক বলে আখ্যায়িত করেছেন দূতাবাসের ওই কর্মকর্তা।
তবে প্রকাশ ছানা বলেন, তাঁর বাড়ি ফরিদপুর জেলা সদরের ঈশানগোপানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। পাসপোর্ট নবায়ন করতে না পেরে তিনি দেশে আসতে পারছেন না।
আরও পড়ুন
এমনকি স্পেনের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
শনিবার সকালে স্পেন থেকে ভার্চুয়ালি এক প্রেস কনফারেন্সে এ অভিযোগ করেন প্রকাশ ছানা। এসময় প্রকাশ ছানা বলেন, ‘সমস্যার সমাধান না হলে আমি আত্মহত্যা করব।’
প্রকাশ ছানা ২০০৭ সালে বাংলাদেশ থেকে সাগরপথ পাড়ি দিয়ে স্পেনে পৌঁছান। তিন বছর ক্যাম্পে কাটিয়ে পাঁচ বছর অবস্থানের পর তিনি স্পেনের রেসিডেন্স কার্ড লাভ করেন।
এখন সেই কার্ডের মেয়াদও শেষ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই পরিস্থিতিতে আমি যদি আত্মহত্যা করি তার সম্পূর্ণ দায় বাংলাদেশ অ্যাম্বাসি স্পেনের।