গ্রিসের নেয়া মানোলদা এলাকায় সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশের দূতাবাস। দুর্ঘটনায় যারা পাসপোর্ট হারিয়েছেন, তাদের মধ্যে ২১০ জন বাংলাদেশিকে বিনামূল্যে নতুন পাসপোর্ট প্রদান করা হচ্ছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
গত ১৩ মে নেয়া মানোলদার একটি কৃষি খামারে কর্মরত বাংলাদেশিদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে আনুমানিক এক হাজারের বেশি প্রবাসী বিভিন্নভাবে ক্ষতির শিকার হন। ২১০ জনের পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে যায়। বাকিদের রেসিডেন্স কার্ড, চিকিৎসা কার্ড (আমকা), ট্যাক্স কার্ড (আফিমি) ও ব্যাংকের এটিএম কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়।
ঘটনার পরপরই এথেন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, প্রথম সচিব রাবেয়া বেগমসহ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভ্রাম্যমাণ কনজুলার সেবার ব্যবস্থা করেন। পাসপোর্টহীন প্রবাসীদের কাছ থেকে বিনামূল্যে আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সমন্বয়ে দ্রুত এসব পাসপোর্ট প্রস্তুত করা হয়েছে। আগামী ২-৩ আগস্ট ফের নেয়া মানোলদায় ভ্রাম্যমাণ কনজুলার সেবার মাধ্যমে এসব পাসপোর্ট ও প্রয়োজনীয় সনদ বিতরণ করা হবে।
বাংলাদেশ দূতাবাস এ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি প্রবাসীদের সহায়তায় ভবিষ্যতেও সক্রিয় থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।