এবার উড়াল দেয়ার সময়েই বিমানে ভয়াবহ আগুন

This time, a terrible fire broke out on the plane during takeoff.

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আকস্মিক আগুন ধরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। শনিবার (স্থানীয় সময়) দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইট নম্বর ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এতে ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। আতঙ্কগ্রস্ত যাত্রীরা জরুরি স্লাইড ব্যবহার করে দ্রুত বের হয়ে যান, এবং নিরাপদ দূরত্বে চলে যান। অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পাঁচজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে সামান্য আঘাত নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে সেবার বাইরে রাখা হয়েছে এবং যাত্রীদের বিকল্প একটি বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং ফ্লাইট ক্রুদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে।

ঘটনার পর মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত শুরু করেছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিকেল ৩টা পর্যন্ত ডেনভার বিমানবন্দরে আসা সব ফ্লাইটের জন্য গ্রাউন্ড স্টপ জারি করা হয়। এতে প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয়, তবে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize