চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন দেখতে ভিড় করেছিলেন এলাকার মানুষ। কারণ, বর আসেন হেলিকপ্টারে চড়ে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে হেলিকপ্টারে করে কনের বাড়িতে পৌঁছান ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের যুবক শাকিব খান (২৩)।
জানা গেছে, শাকিব পেশায় একজন প্রবাসীর সন্তান। তার বাবা বিল্লাল খানের বহুদিনের ইচ্ছা ছিল ছেলের বিয়েতে যেন হেলিকপ্টার ব্যবহার হয়। বাবার সেই ইচ্ছা পূরণ করতেই মাত্র ছয় কিলোমিটার দূরের কয়া গ্রামে হেলিকপ্টারে করে যান শাকিব। দুপুরে গারাপোতা গ্রামের একটি স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণ করে, সেখান থেকে শাকিব ও তার ঘনিষ্ঠ কয়েকজন স্বজন উড়াল দেন কনের বাড়ির উদ্দেশ্যে।
কনের পরিবার সূত্রে জানা যায়, কয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিলের মেয়ে আসমা খাতুনের সঙ্গে বিয়ের আয়োজন ছিল এদিন। এমন চমকপ্রদ উপায়ে বরপক্ষ আসায় কনের পরিবার এবং গ্রামবাসী আনন্দে আপ্লুত হন। আসমা খাতুন বলেন, “আমি ভাবতেই পারিনি বিয়েতে হেলিকপ্টারে বর আসবে। জীবনের শুরুটা এভাবে হবে, এটা আমার কাছে আনন্দের মুহূর্ত।”
আরও পড়ুন
বর শাকিব খান জানান, “বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুব আনন্দিত। পরিবারের সবাই এই আয়োজন দেখে খুশি হয়েছেন।” তিনি আরও বলেন, এটি শুধুই একটি অনুভূতির প্রকাশ—ব্যয়বহুল হলেও পারিবারিক ভালোবাসার প্রতিফলন।
স্থানীয়রা জানান, কয়া গ্রামে এর আগে কখনো হেলিকপ্টার নামেনি। এমন অভিনব বিয়ের আয়োজন তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে, বেসরকারি একটি হেলিকপ্টার তিন ঘণ্টার জন্য ভাড়া করা হয়েছিল, যার আনুমানিক খরচ হয়েছে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা।