শিশুদের প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে : আনোয়ার ইব্রাহিম

My heart is broken by the loss of children's lives anwar ibrahim

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুর্ঘটনায় প্রাণহানির খবরে তিনি দারুণভাবে ব্যথিত বলে জানিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) স্থানীয় সময় দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে তার হৃদয় ভেঙে গেছে। বিশেষ করে, যাদের প্রাণ গেছে তাদের অধিকাংশই শিশু, যা তাকে অত্যন্ত ব্যথিত করেছে।

তিনি নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর বীরত্বের প্রশংসা করেন। ফেসবুক পোস্টে আনোয়ার লেখেন, মাহেরীন চৌধুরী ছিলেন এক সাহসী শিক্ষক, যিনি নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন এবং আরও অনেককে বাঁচাতে আগুন-ধোঁয়ার মধ্যে ফিরে যান। তার এই আত্মত্যাগ ভোলার মতো নয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করবেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি মালয়েশিয়ার সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন।

আনোয়ার আরও বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আমরা প্রতিটি প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize