কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় পরকীয়াজনিত একটি ঘটনা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে। জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে এক ভাতিজা তার চাচিকে ও নিজ কন্যাসন্তানকে নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) দীর্ঘদিন ধরে আত্মীয় আরিফুল ইসলাম (২৭) এর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। রবিউলের অনুপস্থিতিতে এই সম্পর্ক গোপনে গড়ে ওঠে। জানা গেছে, এর আগেও স্থানীয়দের হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তারা, তবে সালিশে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়।
ভুক্তভোগীর স্বজন মোহাম্মদ আজিজ জানান, “এবার আর সম্পর্কের সীমা থাকেনি। ভোর রাতে বাচ্চাকে নিয়েই এলি পালিয়ে যায় আরিফুলের সঙ্গে।” এলির বাড়ি পাশের কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকায়, তার বাবার নাম মাহবুব আলম।
আরও পড়ুন
এই ঘটনায় পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিবার, সমাজ ও প্রবাসী জীবন—তিনটি স্তরেই আঘাত হেনেছে ঘটনাটি। সামাজিক অবক্ষয় ও পারিবারিক অবহেলার জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত দিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সচেতন মহল প্রবাসী ভাইদের উদ্দেশে বলেছেন, “শুধু অর্থ পাঠালেই দায়িত্ব শেষ হয় না। পরিবার, স্ত্রী ও সন্তানের প্রতি মনোযোগ না থাকলে এই বিশ্বাস ভঙ্গের ঘটনা রোধ করা কঠিন।”