তুরস্কের ইস্তাম্বুলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (IDEF 2025)। মঙ্গলবার (২২ জুলাই) শুরু হওয়া এই ছয় দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের ৪৪টি দেশের ৪০০-রও বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী দেশের তালিকায় রয়েছে চীন, দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, কাতার, সৌদি আরব ও যুক্তরাজ্যসহ বহু রাষ্ট্র।
প্রতিটি দেশ তাদের নিজস্ব প্যাভিলিয়নে প্রতিরক্ষা, বিমান ও মহাকাশ প্রযুক্তির নানান অগ্রগতি তুলে ধরছে। এর মধ্যে সৌদি আরব, আজারবাইজান, চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের স্টলগুলো বিশেষভাবে নজর কাড়ছে।
বিশ্বখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান যেমন BAE Systems, Rolls-Royce, Lockheed Martin ও Airbus– এ মেলায় তাদের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে। পাশাপাশি তুরস্কের শীর্ষ স্থানীয় সংস্থা Baykar, Turkish Aerospace Industries (TAI), Aselsan, Havelsan, Roketsan এবং MKE-সহ ৯০০-রও বেশি দেশীয় প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
আরও পড়ুন
প্রদর্শনীতে স্থল, আকাশ ও নৌভিত্তিক সমরাস্ত্র ও প্রযুক্তির বিশাল সংগ্রহ স্থান পেয়েছে। স্থলভিত্তিক অংশে রয়েছে প্রধান যুদ্ধ ট্যাংক, সাঁজোয়া যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মানবহীন যান। বিমানভিত্তিক বিভাগে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট, ড্রোন ও বিভিন্ন ধরণের বিমান ইঞ্জিন। আর নৌবাহিনী বিভাগে প্রদর্শিত হচ্ছে যুদ্ধজাহাজ, সাবমেরিন, মানবহীন জলযান এবং অত্যাধুনিক নৌ যোগাযোগ ব্যবস্থা।
মেলাটি একযোগে ইস্তানবুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, WOW হোটেল এবং আতাকয় মেরিনাতে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনের মূল আয়োজক KFA Fairs, সহযোগিতায় রয়েছে তুর্কি প্রতিরক্ষা শিল্প সচিবালয় (SSB) এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশন। বার্তা সংস্থা আনাদোলু এই আন্তর্জাতিক আয়োজনের যোগাযোগ অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছে।
IDEF 2025-এ অংশ নিয়েছেন ১০৩টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, চিফ অফ স্টাফ, সামরিক কমান্ডারসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। মেলায় ৪৪টি দেশের স্টল রয়েছে, যা প্রযুক্তি ও প্রতিরক্ষার আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্যের এক বিরাট সুযোগ করে দিচ্ছে।