মাইলস্টোনে বিমান বিধ্বস্তে জার্মান দূতাবাসের শোক

German embassy mourns plane crash in milestone

২২ জুলাই ২০২৫ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই শোকবার্তা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। এতে যে প্রাণহানি ও বিপুল পরিমাণে মানুষ আহত হয়েছেন, তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

জার্মান দূতাবাস আরও জানায়, “এই কঠিন সময়ে জার্মান সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। যারা সাহসিকতার সঙ্গে প্রথমে উদ্ধারকাজে এগিয়ে এসেছেন এবং যাঁরা আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন, তাদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা জানাই।”

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। একজন নারী শিক্ষক এবং বিমানটির পাইলটও নিহতদের মধ্যে রয়েছেন। দেড় শতাধিক মানুষ আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize