চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির সিগারেট ও নিষিদ্ধ আমদানি বিউটি ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় ফ্লাইট বিএস-৩৪৪-এ করে আসা যাত্রীদের তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দ হওয়া মালামালের মধ্যে ছিল ১৬৫ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা এবং নিষিদ্ধ আমদানি বিউটি ক্রিম ২,০৭৬ পিস, যার আনুমানিক মূল্য ৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় আটক যাত্রীরা হলেন ফেনী সদরের মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের রাউজান উপজেলার মোশাররফ হোসেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআইয়ের বিমানবন্দর শাখা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে তল্লাশি চালায়।
আরও পড়ুন
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আইন অনুযায়ী তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা আদায় করা হয়েছে। তবে সতর্কবার্তা দিয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—এ মর্মে জানিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য আনার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ এবং এটি প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।