বিষক্রিয়ায় মরতে মরতে বেঁচে গেলেন নেতানিয়াহু

Amar sangbad file photo 2025 07 21t105051754 20250721045105

খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়, নেতানিয়াহু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকের পরামর্শে তিনি আগামী তিন দিন নিজ বাসা থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। খবর টাইমস অব ইসরায়েলের।

প্রধানমন্ত্রীর অসুস্থতার কারণে রোববার সকালে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে তিনি অংশ নেননি। এরপরই তার অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগ প্রধান ডা. আলোন হার্শকো তাকে পরীক্ষা করে জানান, নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ হয়েছে, যা নষ্ট খাবার খাওয়ার ফলেই হয়েছে।

চিকিৎসকদের মতে, নেতানিয়াহু বর্তমানে পানিশূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি আগামী তিন দিন বাসা থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

নেতানিয়াহুর অসুস্থতার কারণে সোমবার ও মঙ্গলবার নির্ধারিত দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় আগামী ৫ সেপ্টেম্বরের আগে শুনানি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই।

৭৫ বছর বয়সি নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগেছেন। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এরপর তাকে পানিশূন্যতা ও হৃদস্পন্দন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৪ সালের মার্চে হার্নিয়া অপারেশন এবং ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। চলতি বছরের শুরুতে তিনি ইনফ্লুয়েঞ্জায়ও আক্রান্ত হন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize