বিয়ে বাড়িতে অস্ত্রের মুখে গহনা ও টাকা লুট

Jewelry and money looted at gunpoint at wedding

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল আলোকসজ্জা নিভিয়ে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বিয়ের গহনা ও নগদ অর্থ লুট করে নেয়। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রাত ২টার দিকে প্রথমে বিয়েবাড়ির বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেয়। এরপর অস্ত্র নিয়ে তারা ঘরে ঢুকে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালায় এবং কনের বিয়ের জন্য সংরক্ষিত তিন ভরি সোনা, আত্মীয়-স্বজনদের চার ভরি গহনা ও প্রায় ৫০-৬০ হাজার টাকা লুট করে।

 

Kustia 3 20250720165653

বিধান রায় বলেন, আলো নিভে যাওয়ার পর তিনি উঠানে আসলে একদল ডাকাত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে। পরে তাকে দিয়ে স্ত্রী ও পরিবারের সদস্যদের ডেকে তোলে এবং অতিথিদেরও মারধর করে। ডাকাতদের হাতে ছিল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র।

কনের মা লিপি রানী রায় জানান, স্বামীকে আটকে মারধর শুরু করলে তিনি দরজা খুলে বাইরে বের হন। ডাকাতদের আক্রমণে পুরো পরিবার আতঙ্কে আছে বলে জানান তিনি।

Kustia 2 20250720165643

প্রতিবেশী শিপ্রা রানী বলেন, রাতের খাবারের প্রস্তুতির সময় হঠাৎ সব আলো নিভে গেলে সন্দেহ হয়। পরে গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ততক্ষণে ডাকাতদল দুই দলে ভাগ হয়ে পূর্বদিক দিয়ে পালিয়ে যায়।

বিয়ের কনে সাথি রায় স্থানীয় এক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পরদিনই তার বিয়ে হওয়ার কথা ছিল জানিপুর ইউনিয়নের চর দশকাহুনিয়া গ্রামের স্কুলশিক্ষক সমীর বিশ্বাসের সঙ্গে। ঘটনার পর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize