৪৭২ মাইল পাড়ি দিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিত

He traveled 472 miles and found out that his 'girlfriend' was married

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা প্রেমিকাকে চমকে দিতে প্রায় ৪৭২ মাইল গাড়ি চালিয়ে তার বাসায় হাজির হয়েছিলেন এক বেলজিয়ান যুবক। কিন্তু সেখানে গিয়ে চমকে উঠলেন তিনিই—কারণ তার প্রেমিকা একজন বিবাহিতা নারী! ঘটনাটি সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে। খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামের নাগরিক মিচেল অনলাইনে ফরাসি মডেল সোফি ভুজেলাউদের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং মিচেল বিশ্বাস করতে শুরু করেন, তারা শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সেই ভাবনা থেকেই তিনি প্রেমিকাকে না জানিয়ে ফ্রান্সে সোফির বাসায় পৌঁছে যান।

Sophie model

তবে বাসার দরজা খুলে তিনি দেখেন, সোফির স্বামী ফ্যাবিয়েন বাউন্টামাইন দাঁড়িয়ে আছেন। ফ্যাবিয়েন পরবর্তীতে একটি ভিডিও বার্তায় জানান, “একজন অচেনা যুবক আমাদের দরজায় এসে দাবি করেন, তিনি সোফির হবু স্বামী। অথচ সোফি আমার স্ত্রী। বিষয়টি সত্যিই অদ্ভুত এবং বিরক্তিকর।”

মিচেল জানান, তিনি সম্পর্কের সময় সোফির জন্য প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার খরচ করেছেন এবং সোফি একসময় তাকে গর্ভবতী হওয়ার কথাও বলেন। এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে প্রচণ্ডভাবে আঘাত করেছে বলে জানান তিনি। ফ্যাবিয়েন সন্দেহ প্রকাশ করেন, মিচেল হয়তো কোনো ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারিত হয়েছেন।

পরবর্তীতে সোফি নিজেও আলোচনায় যোগ দেন এবং দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনাটি আমার জন্যও মর্মান্তিক। কেউ যদি আমার পরিচয় ব্যবহার করে প্রতারণা করে থাকে, তাহলে অবশ্যই পুলিশি সহায়তা নেওয়া উচিত।” উল্লেখ্য, সোফি ২০০৭ সালে ‘মিস ফ্রান্স’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize