প্রবাসীদের জন্য সতর্কতা জারি করেছে ওমানের গৃহায়ন মন্ত্রণালয়

Oman’s housing ministry warns against

ওমানের হাউজিং ও নগর পরিকল্পনা মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে অনলাইন প্রতারণা বৃদ্ধি পাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের নাম ও লোগো ব্যবহার করে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও ওয়েবসাইট গড়ে তোলা হয়েছে। এসব প্রতারক চক্র সাধারণ জনগণকে বিভ্রান্ত করে মিথ্যা প্রচার চালাচ্ছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, তাদের প্রকৃত তথ্য, সেবা ও আপডেট শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই পাওয়া যাবে। যেকোনো ভিন্ন উৎসের তথ্য সন্দেহজনক মনে হলে, সঙ্গে সঙ্গে তা অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, কিছু ব্যক্তি মন্ত্রণালয়ের পরিচয়ে অনলাইনে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।”

ওমানের ঐ মন্ত্রণালয় প্রবাসীসহ জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি অনলাইনে হাউজিং সংক্রান্ত যেকোনো সেবার ক্ষেত্রে নিশ্চিত তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize