প্রবাসী স্বামীকে তালাক দিয়ে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী

Wife divorces expatriate husband, disappears with money and jewelry

নওগাঁ সদর উপজেলার দোগাছী পাথরকুটা গ্রামে চাঞ্চল্যকর এক প্রতারণার অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৩ বছর বিদেশে কর্মরত অবস্থায় স্ত্রীকে টাকা পাঠিয়ে জমি কিনেছিলেন প্রবাসী নুরুল ইসলাম। কিন্তু দেশে ফিরে তিনি জানতে পারেন, স্ত্রী চাঁদনী বানু তাকে তালাক দিয়ে মোটা অঙ্কের নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ বছর আগে নুরুল ইসলামের সঙ্গে চাঁদনী বানুর বিয়ে হয় এবং তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে নুরুল ইসলাম প্রবাসে যান এবং সেখান থেকে স্ত্রীর কাছে প্রায় ৩০ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার পাঠান। তিনি জমি কেনার উদ্দেশ্যে ২০২৩ সালের এপ্রিলে ও অক্টোবর মাসে স্ত্রীকে টাকা পাঠালে চাঁদনী বানু নিজ নামে মোট ৮ শতক জমি কিনে নেন। পরে জমির দলিল স্বামীর নামে করার আশ্বাস দিলেও তা আর বাস্তবায়ন করেননি।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর দাবি অনুযায়ী, স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানার পর তাকে সতর্ক করেছিলেন নুরুল ইসলাম। কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়। তিনি প্রবাসে ফিরে যাওয়ার পর স্ত্রী তার পাঠানো নগদ অর্থ, স্বর্ণালংকার, জমির দলিল এবং দুটি মোবাইল ফোন নিয়ে আত্মগোপনে চলে যান। দেশে ফিরে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন নুরুল। মোবাইল বন্ধ পাওয়ায় তিনি চরম হতাশায় ভুগছেন।

আইনি সহায়তা পেতে ভুক্তভোগী স্বামী নিজেই থানায় অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, “স্ত্রীর এমন প্রতারণামূলক আচরণে আমি মানসিকভাবে বিপর্যস্ত। বারবার চেষ্টা করেও স্ত্রীর পরিবারের কেউ কোনো সহযোগিতা করছে না।” তিনি অভিযোগ করেন, এখনো পর্যন্ত পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযুক্ত চাঁদনী বানুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize