প্রবাসী স্বামীর কাছে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

Housewife commits suicide by writing a note to her expatriate husband

ঢাকার ধামরাই উপজেলায় চিরকুটে স্বামীকে উদ্দেশ্য করে শেষ বার্তা রেখে আত্মহত্যা করেছেন রোমানা বেগম (২৫) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার (১৯ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম।

নিহত রোমানা বেগম বালিয়া ইউনিয়নের বাইচাইল গ্রামের প্রবাসী মো. বারন আলীর স্ত্রী। তিনি নয়াচর গ্রামের মো. জালালউদ্দিনের মেয়ে। পুলিশ জানায়, স্বামীর বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটে আত্মহত্যার পেছনের কারণ হিসেবে নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলেন রোমানা।

Suicide note original 1752846815

চিরকুটে তিনি লেখেন, স্বামী বারন আলীর সঙ্গে তার সংসার ভাঙার ষড়যন্ত্র করা হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। বারনের আত্মীয় জিহাদের মামা-মামি ও নুরনবী তার চরিত্র হননের পেছনে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

নিহতের বড় বোন বলেন, রোমানাকে তার দেবর নুরনবী ও আত্মীয় আনোয়ার মানসিকভাবে নির্যাতন করতেন। কিছুদিন আগে আমাদের বাড়িতে এলেও শাশুড়ির ফোন পেয়ে জোর করে ফিরিয়ে নেওয়া হয়। এরপরই তার মৃত্যুর খবর পাই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এদিকে, কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং চিরকুটটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize