সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

Jamaat leader dies in road accident on way to rally

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন খুলনার দাকোপ উপজেলার জামায়াত নেতা মাওলানা আবু সাঈদ (৫২)। শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সমাবেশে অংশ নিতে আসা আবু সাঈদ ও তার সঙ্গীরা গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন। এ সময় তিনি লক্ষ্য করেন, তার গাড়ির ব্যানার খুলে গেছে। সেটি ঠিক করার সময় একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও চার কন্যাসন্তানের জনক। তার বড় মেয়ে বিবাহিত, মেজো মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তৃতীয় মেয়ে এ বছর দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশে অংশ নিতে খুলনা জেলা ও মহানগর থেকে প্রায় সাত হাজার নেতাকর্মী ২৬০টি বাস ও একটি রিজার্ভ ট্রেনে করে ঢাকায় এসেছেন। খুলনা মহানগর জামায়াত সূত্র জানায়, সংগঠনের পক্ষ থেকে ১১০টি বাসের ব্যবস্থা করা হয়, পাশাপাশি অনেকেই নিজ উদ্যোগে অংশ নিচ্ছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize